জাফলংয়ে গোসলে নেমে শিশুর মৃত্যু
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে বেড়াতে গিয়ে পিয়াইন নদের পানিতে গোসলে নেমেছিল দুই ভাই মাহিম (১৫) ও ফাহিম (১০)। ছোট ভাই গোসল করে উঠে এলেও নদের পানির স্রোতে তলিয়ে যায় মাহিম। পরে তার লাশ উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুর ১২টার দিকে জাফলংয়ের পিয়াইন নদের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় নৌকার মাঝি ও স্বেচ্ছাসেবীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে বেলা সোয়া দুইটার দিকে মাহিমের লাশ উদ্ধার করেন। সে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শহীদপাড়া এলাকার মো. জামিলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে বাসে সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়েছিলেন বেশ কয়েকজন পর্যটক। তাঁদের মধ্যে দাদি সালমা বেগমের (৫০) সঙ্গে মাহিম ও ফাহিম জাফলং বেড়াতে এসেছিল। দুপুর ১২টার দিকে দুই ভাই মাহিম ও ফাহিম পিয়াইন নদে গোসলে নামে। সাঁতার না জানায় তারা নদের পাড়ে গোসল করছিল। একপর্যায়ে নদের কিছুটা নিচে নামে মাহিম। এ সময় ছোট ভাই ফাহিম গোসল শেষে ওপরে উঠে এলেও মাহিম নদের স্রোতে পানিতে তলিয়ে যায়।
গোয়াইনঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজওয়ান আলী প্রথম আলোকে বলেন, বড় নাতির মৃত্যুর শোকে দাদি সালমা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। ছোট ভাই ফাহিমসহ সঙ্গে আসা লোকজন দাদিকে সান্ত্বনা দিচ্ছেন। তিনি বলেন, মারা যাওয়া মাহিমের লাশ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।