ঝালকাঠিতে লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের দুই কর্মীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

ঝালকাঠির কাঠালিয়ায় সঞ্চালন লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের দুই কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামের মোল্লার হাটে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন—পল্লী বিদ্যুতের মরিচবুনিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ও লাইন টেকনিশিয়ান মো. মিজানুর রহমান (৪২) এবং লাইনম্যান মহিউদ্দিন মনির (২৫)। মিজানুর রহমানের বাড়ি পটুয়াখালী ও মনিরের বাড়ি কাঠালিয়া উপজেলার বানাই গ্রামে।

কাঠালিয়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি ও পুলিশ জানায়, নেয়ামতপুরা গ্রামের মোল্লার হাটে গতকাল বিকেল থেকে বিদ্যুতের ছিঁড়ে পড়া লাইন মেরামতের কাজ করছিলেন মিজানুর রহমান ও মহিউদ্দিন। সন্ধ্যার দিকে হঠাৎ তাঁরা বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক রিমা রানী সরকার তাঁদের মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (সহকারী মহাব্যবস্থাপক) মোহাম্মদ কেফায়েত উল্লাহ বলেন, এ ঘটনায় ঝালকাঠি পল্লী বিদ্যুতের এজিএম (অপারেশন) মো. খালিদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করলে বেরিয়ে আসবে। তবে অনেক সময় লাইন মেরামত করা অবস্থায় গ্রাহক সুইচ দিলে বিদ্যুৎ–সংযোগ চলে আসতে পারে।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে একটি অপমৃত্যু মামলা হবে।