জামালপুরে যুবদল নেতাসহ ৫৯ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ৪

জামালপুর জেলার মানচিত্র

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতের সাবস্টেশন ভাঙচুরের পরিকল্পনা ও হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগে যুবদল নেতাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় আরও ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এই মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু শরীফ বাদী হয়ে মামলাটি করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নিলাখিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম (৩৪), ভ্যানচালক নজিম উদ্দিন (৬৫), ব্যাটারিচালিত ইজিবাইক চালক আসলাম খন্দকার (৪৫) ও দরজি মো. উকিল উদ্দিন (৩২)। তাঁদের সবার বাড়ি নিলাখিয়া এলাকায়। বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বকশীগঞ্জ পল্লী বিদ্যুতের সাবস্টেশনে হামলা চালিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। ওই নাশকতার জন্য তাঁরা সংগঠিতও হচ্ছিলেন। সেই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে নিলাখিয়া ইউনিয়নের আর জে পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে পরিকল্পনার অংশ হিসেবে সভা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে।

এ বিষয়ে মামলার বাদী এসআই মো. আবু শরীফ মুঠোফোনে বলেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বকশীগঞ্জ পল্লী বিদ্যুতের সাবস্টেশন প্রথমে ঘেরাও এবং পরে সেখানে ভাঙচুর করার পরিকল্পনা করেন। তাঁরা ওই নাশকতা করার জন্য এলাকায় মাইকিংও করেছিলেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন সাধারণ মানুষও রয়েছেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁরা ওই বিদ্যালয় মাঠে সভা করছিলেন। তাঁরা পেশাজীবী হিসেবে বিএনপির সঙ্গে জড়িত রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে যাঁদের নাম আসছে, তাঁদের মামলায় আসামি করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিদ্যুতের সাবস্টেশন ঘেরাও ও নাশকতার পরিকল্পনা করেছিলেন। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।