সিলেটে পিকআপের ধাক্কায় ছিটকে পড়লেন মোটরসাইকেল আরোহী, পরে চাপা দিল বাস

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটের ওসমানীনগর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী সড়কের ওপর ছিটকে পড়েন। পরে বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আহমদনগর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম খলিলুর রহমান (৪৮)। তাঁর বাড়ি ফেনী জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে আসা মোটরসাইকেল আরোহী ঢাকাগামী ছিলেন। পিকআপ ভ্যানটি মোটরসাইকেলের পেছনে ছিল। আর পিকআপ ভ্যানের পেছনে ছিল যাত্রীবাহী বাস। মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান ওসমানীনগরের আহমদনগর এলাকায় পৌঁছালে পেছন থেকে তাঁকে পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কের ওপরে ছিটকে পড়েন। এ সময় পিকআপের পেছনে থাকা যাত্রীবাহী বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত খলিলুর রহমানের লাশ উদ্ধার করে। পরে লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম আকন্দ প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও বাসটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের বিষয়টি জানানো হয়েছে।