সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

সিলেট জেলার মানচিত্র

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। কাওছার আহমদ (২৬) নামের ওই তরুণ গোয়াইনঘাট উপজেলার রস্তুমপুর ইউনিয়নের দক্ষিণ বগাইয়া গ্রামের রুসন মিয়ার ছেলে। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে গুলিবিদ্ধ হন তিনি।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর ওই তরুণ সীমান্ত এলাকায় প্রবেশ করেন। রাত সাড়ে নয়টার দিকে ভারত সীমান্ত এলাকার ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশ সীমান্তে ঢোকেন তিনি। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে ভারত সীমান্ত থেকে গুলিবিদ্ধ হয়ে এলেও সীমান্তরক্ষী বাহিনী নাকি স্থানীয় ব্যক্তিদের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে, সেটি জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।