সোনাগাজীতে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে পালালেন বর, বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

বাল্যবিবাহ
প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজী উপজেলায় ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে বিয়ের আসর থেকে পালিয়েছেন বর ও বরযাত্রীরা। এতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৫ বছর বয়সী এক কিশোরী। পরে মুচলেকা দিয়ে পার পেয়েছেন কিশোরীর মা–বাবা। গতকাল রোববার বিকেলে উপজেলার চর দরবেশ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ওই কিশোরীর সঙ্গে পাশের এলাকার প্রবাসী যুবক মো. মঞ্জুর হোসেনের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। এর আগে গত শনিবার রাতে বর-কনের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানও হয়েছে। গতকাল দুপুরে বিয়ে বাড়িতে অতিথিদের খাওয়াদাওয়া শেষ। কনেও নববধূ সাজে প্রস্তুত। শুধু বিয়ের আনুষ্ঠানিকতা বাকি। এরই মধ্যে খবর পেয়ে পুলিশ সদস্য ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরী। বিয়ে বাড়ির সামনে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে বর ও বরযাত্রীরা দৌড়ে পালিয়ে যান।

এস এম অনীক চৌধুরী বলেন, বর-কনে উভয়ের মা–বাবাকে ডেকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ছেলেমেয়ের বিয়ে দেওয়া যাবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চর দরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।