নরসিংদীতে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই চালক নিহত

মুখোমুখি সংঘর্ষে বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। শনিবার ভোরে নরসিংদীর পলাশ উপজেলার ভাগদী এলাকায়ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ বাসযাত্রী। আজ শনিবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার ভাগদী এলাকায় পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের নাম–পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহনের বাসটি ঢাকায় উদ্দেশে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা থেকে আঞ্চলিক সড়কে প্রবেশের পর ভাগদী এলাকা পার হতে গেলে বাসটির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। আহত হয়েছেন বাসটির ১৫ যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে আঞ্চলিক সড়কে টহলরত পলাশ থানার উপপরিদর্শক (এসআই) পাপন চন্দ্র দে ঘটনাস্থলে গিয়ে নিহত দুই চালকের লাশ উদ্ধার করেন। গুরুতর আহত ৫ জনকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকি ১০ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

এসআই পাপন চন্দ্র দে বলেন, ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটল, তা জানা যায়নি। তবে দুই চালকের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।