রাঙ্গাবালীতে নির্মাণাধীন স্বাস্থ্য কমপ্লেক্সে ঢালাইয়ের সময় ধসে পড়ল ছাদ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্মাণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢালাইয়ের সময় বারান্দার ছাদ ধস পড়েছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্মাণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢালাইয়ের সময় ছাদের বারান্দার অংশ ধসে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণ করছে প্রাইম কনস্ট্রাকশন নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা। গত বছরের জুলাই মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে শ্রমিকেরা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ঢালাই দিচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছাদের বারান্দার অংশ ঢালাই দেওয়া হচ্ছিল। তখন বারান্দার অংশের ছাদ ধসে নিচে পড়ে। এ সময় শ্রমিকেরা আতঙ্কিত হয়ে সরে পড়েন। তবে কেউ হতাহত হননি।  

এ সম্পর্কে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রাহাত হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো ছাদের আয়তন ১০ হাজার বর্গফুট। এর মধ্যে বারান্দার অংশ শুধু ২২ বর্গফুট। ঘটনার সময় তিনি ইফতার করতে গিয়েছিলেন। শ্রমিকেরা দ্রুত কাজ শেষ করতে চেয়েছিলেন। তাঁকে না বলেই বারান্দার অংশে ঢালাই দেওয়া শুরু করেন শ্রমিকেরা। হবে সেন্টারিং ভালোভাবে না হওয়ায় এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, তিনি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢালাই দেওয়ার পরপরই কেন ছাদ পড়েছে, তা তদন্ত করতে উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার পর মূল ঘটনা সম্পর্কে জানা যাবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।