মো. শাহজাহান বলেন, আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে দিনের ভোট রাতে করেছে। আগামী নির্বাচনে এ প্রশাসনকে ব্যবহারের সুযোগ সরকার পাবে না। জনগণও সিদ্ধান্ত নিয়েছে, ২০১৮ সালের মতো ভোট এ দেশে হতে দেবে না। তিনি আরও বলেন, ‘২০১৮ সালে যেভাবে ভোট হয়েছে, আমার জানামতে, পৃথিবীর ইতিহাসে এভাবে কোথাও ভোট হয়নি। এই সরকারের নির্বাচনে ভোট দেওয়ার প্রয়োজন হয় না, ভোটারের কোনো প্রয়োজনও হয় না। ভোট অটোমেটিক্যালি হয়।’

ফরিদপুর জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সম্পর্কে বিএনপির এ নেতা বলেন, ‘আপনারা আল্লাহর ওয়াস্তে কোন্দল ভুলে যান। নিজেদের মধ্যে বিভেদ, ছোটখাটো বিরোধ ভুলে যান। সবাই শপথ গ্রহণ করুন। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। না হলে আন্দোলন-সংগ্রাম কিছুই সম্ভব হবে না।’

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম। এতে বক্তৃতা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান প্রমুখ।