সাবেক সংসদ সদস্য একরামুলের দুই দিনের রিমান্ড

একরামুল করিম চৌধুরীফাইল ছবি

নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে ২০১৩ সালে শ্রমিক দলের এক কর্মীকে গুলি করে হত্যার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সকালে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসাইন এই আদেশ দেন।

আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যা মামলাটিতে সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পাঁচ দিন রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় একরামুল করিম চৌধুরী আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারার মধ্যে আজ সকালে সাবেক সংসদ সদস্য মো. একরামুল করিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। পরে দুপুর ১২টার দিকে আদালত থেকে পুনরায় কারাগারে নেওয়া হয় তাঁকে। কারাগারে নেওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে বাইরে থাকা মানুষের উদ্দেশে হাত নাড়াতে দেখা যায় তাঁকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুধারাম থানার পরিদর্শক সাবজেল হোসেন প্রথম আলোকে বলেন, আদালতের আদেশের লিখিত কপি হাতে পাওয়ার পর একরামুল করিম চৌধুরীকে রিমান্ডে নেওয়া হবে।

২০১৩ সালে শ্রমিক দলের কর্মী মো. খোকনকে (২৫) গুলি করে হত্যার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর বিকেলে সুধারাম থানায় হত্যা মামলাটি করা হয়। এতে একরামুল করিমসহ ৫৩ জনকে আসামি করা হয়েছে। ১ অক্টোবর চট্টগ্রামের খুলশী এলাকা থেকে আটকের পর একরামুল করিম চৌধুরীকে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। মোহাম্মদ একরামুল করিম চৌধুরী দীর্ঘ প্রায় ১৭ বছর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।