দারিদ্র্য বিমোচন, পল্লি উন্নয়ন ও সমবায় আন্দোলনে গবেষণা করে দেশে বিদেশে সুনাম অর্জন করেছে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)। পল্লি উন্নয়নে অসামান্য অবদান রাখায় মিলেছে স্বাধীনতা পুরস্কারও। প্রতিবছর হাজার হাজার দর্শনার্থী এই নৈসর্গিক, মনোলোভা, টিলাঘেরা ও গাছগাছালির অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা ক্যাম্পাস দেখতে আসেন। এখানকার শান্ত পরিবেশ পর্যটক ও ভ্রমণপিপাসুদের দারুণভাবে মোহিত করে।
আজ শনিবার বার্ডের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৯ সালের ২৭ মে আন্তর্জাতিক সমাজবিজ্ঞানী ড. আখতার হামিদ খান বার্ড প্রতিষ্ঠা করেন।
কুমিল্লার কোটবাড়িতে ১৫৬ একর জায়গা নিয়ে বার্ড প্রতিষ্ঠা হয়। এ প্রতিষ্ঠানে বর্তমানে ৫১ জন কর্মকর্তা, ২৫২ জন কর্মচারী ও মাস্টাররোলে ৪০ জন কর্মচারী কাজ করছেন। এখানে বিভিন্ন বিষয়ে প্রায় এক হাজার গবেষণা হয়েছে। দীর্ঘ সময়ে পল্লি উন্নয়নের বিভিন্ন বিষয়ে চার–পাঁচ লাখের মতো ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বার্ডে রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার। বার্ডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের নামেই নামকরণ করা হয়েছে বার্ড গ্রন্থাগারের। সেখানে বর্তমানে দেশি-বিদেশি অনেক দুর্লভ গ্রন্থসহ প্রায় ৭০ হাজার গ্রন্থ আছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন বার্ড একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পল্লি উন্নয়নে কাজ করে যাচ্ছে। বার্ড জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার ক্ষেত্রে ৬৪ বছর ধরে তার অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশে বার্ড উদ্ভাবিত পল্লি উন্নয়ন কর্মসূচি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা বাস্তবায়ন করছে।
বার্ড এ পর্যন্ত অর্ধশতাধিক প্রায়োগিক গবেষণা পরিচালনা করেছে। বিশ্বায়নের প্রভাবে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে দ্রুত পরিবর্তনের জন্য বার্ড বিভিন্ন ধরনের গবেষণা করছে। ষাট ও সত্তরের দশকে ড. আখতার হামিদ খানের সৃজনশীল ও দূরদৃষ্টির ফসল ‘কুমিল্লা মডেল’ দেশের পল্লি উন্নয়নের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য আনে।
বার্ডের ডিজি মো. হারুন অর রশিদ মোল্লা বলেন, নতুন উদ্ভাবনী প্রকল্প নেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও বার্ডের সাবেক যুগ্ম পরিচালক তোফায়েল আহমেদ বলেন, বার্ডের গভীর নলকূপের মাধ্যমে পানি দিয়ে সেচ কাজ, কৃষি বিপ্লব, কৃষি যন্ত্রপাতি, কৃষি সম্প্রসারণ, সমবায় আন্দোলন, সমিতি করা, কৃষি ঋণ, পরিবার পরিকল্পনা সবই আখতার হামিদ খানের সৃষ্টি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি
আজ শনিবার সকাল ১০টায় সেমিনার, দুপুর সাড়ে ১২টায় ক্যাফেটেরিয়াতে সাবেক ও বর্তমান কর্মীদের নিয়ে পুনর্মিলনী ও বেলা সাড়ে তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠান।