৩ বছর পর জাতীয় পার্টিতে ফিরলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নোমান
বহিষ্কারের তিন বছর পর লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নোমানকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা পদে পুনর্বহাল করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে ওই পদে পুনর্বহাল করেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
মঙ্গলবার বিকেলে দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি জানানো হয়। মাহমুদ আলম বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। চেয়ারম্যানের উপদেষ্টা পদে তাঁকে পুনর্বহাল করা হয়েছে। এখন আর তাঁর দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে কোনো বাধা নেই।
জাপার একাধিক সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ জুন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্রের ২০/১(১)-এর ‘ক’ ধারার ক্ষমতাবলে মোহাম্মদ নোমানকে দলীয় সব পদপদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অব্যাহতিপত্রে সই করেছিলেন।
মোহাম্মদ নোমান লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর জেনে স্বস্তি প্রকাশ করেন তিনি। প্রথম আলোকে বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে জাতীয় পার্টির আদর্শের একজন। বহিষ্কারের পরও সেই আদর্শ থেকে সরে যাইনি। কেন্দ্র আমার নীতি–আদর্শ বুঝতে পেরে সদয় হয়েছে জেনে ভালো লাগছে।’