খাদ্যনিরাপত্তা নিশ্চিতে কৃষকদের বাঁচিয়ে রাখার আহ্বান

বরিশালের মুলাদী উপজেলা কৃষক সমিতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শুক্রবার দুপুরে স্থানীয় শহীদ আলতাফ মাহমুদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

দেশের খাদ্যনিরাপত্তা টেকসই করতে কৃষকদের বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আজ শুক্রবার বরিশালের মুলাদী উপজেলা কৃষক সমিতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সকাল ১০টায় স্থানীয় শহীদ আলতাফ মাহমুদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক সমিতির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সবুজ মাতুব্বর। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাশেদ খান মেনন।

রাশেদ খান মেনন বলেন, দেশের খাদ্যনিরাপত্তা টেকসই করতে হলে কৃষকদের বাঁচিয়ে রাখতে হবে। ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। করোনাকালে কৃষকেরা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে খাদ্য উৎপাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার ক্ষেত্রে কাজ করেছেন, সে অনুযায়ী তাঁদের কাছে প্রণোদনা পৌঁছায়নি। এখনো ধানের যে দাম, তাতে কৃষক লাভবান হচ্ছেন না। কৃষকেরা এভাবে বছরের পর বছর লোকসান গুনলে একসময় তাঁরা চাষাবাদে নিরুৎসাহিত হয়ে পড়বেন। কৃষকেরা নিরুৎসাহিত হলে দেশের খাদ্যনিরাপত্তা ভেঙে পড়বে।

রাশেদ খান মেনন আরও বলেন, ‘বিশ্বজুড়ে খাদ্যসংকটের পূর্বাভাস দেওয়া হচ্ছে। অথচ আমাদের কৃষকেরা শত প্রতিকূলতা মোকাবিলা করেও খাদ্য উৎপাদন বাড়িয়ে যাচ্ছেন। কিন্তু সে অনুযায়ী দেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। এখনো ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা যায়নি। ধান উৎপাদন করতে যে পরিমাণ ব্যয় হয়, ধান বিক্রি করে সে পরিমাণ অর্থ তুলে লাভের মুখ দেখেন না কৃষক। এভাবে চলতে থাকলে একসময় কৃষক চাষাবাদে আগ্রহ হারিয়ে কৃষি থেকে মুখ ফিরিয়ে নেবেন।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, খাদ্য উৎপাদনের এই ধারা অব্যাহত রাখতে হলে এখনই কৃষকদের ভাগ্য ফেরাতে নজর দিতে হবে। কৃষকদের প্রণোদনা ও ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উদ্যোগ নিতে হবে। টেকসই খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বিষয়টি অগ্রাহ্য করার সুযোগ নেই।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য টিপু সুলতান, কৃষকনেতা মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন।