হেডফোন লাগিয়ে রেললাইনে তরুণ, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যুপ্রতীকী ছবি

কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপরে হাঁটছিলেন ১৯ বছর বয়সী তরুণ ইব্রাহীম উদ্দিন। এ সময় পেছন থেকে একটি ট্রেন কাছাকাছি এলে তাঁকে রেললাইনে দেখতে পান লোকোমাস্টার। কয়েক দফা হুইসেল দিলেও হেডফোনে গান বাজতে থাকায় শুনতে পাননি ইব্রাহীম। এতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় একাদশ শ্রেণিতে পড়ুয়া ইব্রাহীম উদ্দিনের।

আজ বুধবার সকাল আটটার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলস্টেশন থেকে ষোলোশহর স্টেশনমুখী ট্রেনে কাটা পড়ে ইব্রাহীমের মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম নগরের সিএমপি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ঝিলেন। ফটিকছড়ি উপজেলার মাহবুবুল হকের ছেলে ইব্রাহীম উদ্দিন।  

ষোলোশহরের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন বলেন, সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। ৭টা ৫০ মিনিটের দিকে দুই নম্বর গেট এলাকা থেকে কিছু দূরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কানে হেডফোন দিয়ে রেললাইনে হাঁটছিলেন ইব্রাহীম। পেছন থেকে আসা ট্রেন তিনি খেয়াল করেননি। লোকোমাস্টার হুইসেল বাজিয়েছিলেন, তবে কানে হেডফোন থাকায় তিনি বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে।

ষোলোশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, কানে হেডফোন দিয়ে রেললাইনে হাঁটার কারণে ইব্রাহীম নামের এক তরুণের মৃত্যু হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।