যশোরে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩২টি সোনার বার উদ্ধার, আটক ২

সোনার বারপ্রতীকী ছবি: রয়টার্স

যশোরে গোপন তথ্যের ভিত্তিতে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের ৩২টি সোনার বারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে যশোর শহরের নিউমার্কেট এলাকায় এ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

আটক দুজন হলেন যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার বাসিন্দা শহিদুল্লাহ ও সুমন হোসেন।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, জব্দ সোনার বাজারমূল্য আনুমানিক চার কোটি টাকা। আটক দুজনের বিরুদ্ধে আগের কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নিউমার্কেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তথ্য অনুযায়ী বেলা দুইটার দিকে সন্দেহজনক একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ওই সোনার বার উদ্ধার করা হয়। এ সময় শার্শা উপজেলার বাসিন্দা শহিদুল্লাহ ও সুমনকে আটক করা হয়।