নির্বাচন বানচাল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রামে নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসেছবি: প্রথম আলো

নির্বাচন বানচালের চেষ্টা করলে বা অন্যকে নির্বাচন করতে বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। এ সময় তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করাই নির্বাচন কমিশনের উদ্দেশ্য।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মো. আনিছুর রহমান বলেন, কমিশনে ৪৪টি দল নিবন্ধিত আছে। নির্বাচন করা না–করার অধিকার তাদের আছে। তবে নির্বাচন বানচাল করা বা অন্যকে নির্বাচন করতে না দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি। এ রকম কেউ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এখনো কারও কাছ থেকে কোনো আবেদন পাইনি। যদি কেউ নির্বাচনে আসে বা নির্বাচনের সময় নিয়ে যদি কারও কথা থাকে, সে ক্ষেত্রে আমরা বিবেচনা করব। সেই বিবেচনা করার মতো যথেষ্ট সময় আমাদের আছে।’

এর আগে আজ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সঙ্গে আলোচনায় বসেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। এ সময় সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনী নির্দেশনা দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক নুরে আলম মিনা, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।