লুটপাট, কোটি টাকা চাঁদা দাবির মামলায় বিএনপি নেতা ‘কিং আলী’ গ্রেপ্তার

বিএনপি নেতা মামুন আলী ওরফে ‘কিং আলী’ছবি: সংগৃহীত

চট্টগ্রামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর, লুটপাট ও কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মামুন আলী ওরফে ‘কিং আলী’। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা-পুলিশ।

মামুন আলী নগর বিএনপির সাবেক সদস্য। বর্তমানে কোনো পদে নেই। জানতে চাইলে নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মামুন বর্তমানে বিএনপির কোনো পদে নেই। আগের কমিটিতে কী ছিল জানা নেই। সদস্য হতে পারে। তবে দলের নাম ভাঙিয়ে লুটপাট, চাঁদাবাজি কেউ করতে পারবে না। তাদের কঠোরভাবে দমন করা হবে।’

গতকাল কিং আলী এবং তাঁর ভাই লোকমান আলীর বিরুদ্ধে দখলচেষ্টা, মালামাল লুট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে পাহাড়তলী থানায় একটি মামলা করেন এন মোহাম্মদ ট্রেডিংয়ের ব্যবস্থাপক আরিফ মঈনুদ্দীন। মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালে আতাহার ইশরাক নামে একজনের কাছ থেকে চুক্তিপত্র অনুযায়ী জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করে আসছে এন মোহাম্মদ ট্রেডিং। মূলত তাদের পাথরের ব্যবসা। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কিং আলীর ভাই লোকমান আলী তাদের প্রতিষ্ঠানে গিয়ে উচ্ছেদ এবং মালামাল লুটের হুমকি দেয়।

পরদিন দুপুর ১২টার দিকে বিএনপি নেতা কিং আলীর নেতৃত্বে অন্তত ২০০ ব্যক্তি দেশি অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে। এরপর গালাগাল এবং একপর্যায়ে মারধর শুরু করে কর্মচারীদের। এতে কয়েকজন আহত হন। মারধরের কারণ জানতে চাইলে আসামিরা প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ক্যামেরা, প্রতিষ্ঠানের বিভিন্ন গাড়ি, পে-লোডার এক্সকাভেটর, ট্রাক, পানির পাম্পসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করে প্রায় দুই কোটি টাকার ক্ষতি করে। এরপর কিং আলী প্রতিষ্ঠানের অফিস কক্ষে ঢুকে নগদ ৩০ লাখ টাকা নিয়ে নেয় এবং প্রতিষ্ঠান চালাতে হলে আরও এক কোটি টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। পরে তারা ১০ থেকে ১৫টি ট্রাক নিয়ে প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’

মামলার বাদী এন মোহাম্মদ ট্রেডিংয়ের ব্যবস্থাপক আরিফ মঈনুদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমরা ভাড়াটিয়ার বলার পরও মারধর, লুটপাট চালায় মামুন আলী (কিং আলী)। তার ভয়ে আতঙ্কে আছি।’

জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করেন মামুন আলীর আরেক ভাই আরমান আলী। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, সব তাঁর ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র। আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করায় এ ষড়যন্ত্র করা হচ্ছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ প্রথম আলোকে বলেন, ভাঙচুর, লুটপাট ও কোটি টাকা চাঁদা দাবির মামলায় বিএনপি নেতা মামুন আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।