পছন্দের প্রার্থীর পক্ষে সংসদ সদস্যের প্রচার

এতে চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংসদ সদস্যের দাবি, আচরণবিধি লঙ্ঘনের মতো কিছু করেননি।

শেরপুর জেলার মানচিত্র

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে নিজের পছন্দের এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে শেরপুর-৩ আসনের (ঝিনাইগাতী-শ্রীবরদী) আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ ডি এম শহীদুল ইসলামের বিরুদ্ধে। এতে নির্বাচনে চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত শনিবার রাতে সংসদ সদস্য শহীদুল ইসলাম শেরপুর জেলা শহরের গৌরীপুর এলাকার বাসভবনসংলগ্ন মৈত্রীবাড়ি মাঠে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় সংসদ সদস্য আসন্ন ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান। শহীদুল ও বিশ্বজিৎ ঘনিষ্ঠ বন্ধু। সংসদ সদস্যের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে শেরপুর শহরের গৌরীপুর মৈত্রীবাড়ি মাঠে ঝিনাইগাতীর বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে ঈদ-পরবর্তী পুনর্মিলনীর আয়োজন করা হয়। সেখানে সংসদ সদস্য শহীদুল চেয়ারম্যান পদপ্রার্থী বিশ্বজিৎ রায়কে নিজের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেন। এ সময় সংসদ সদস্য বলেন, ‘তাঁর (বিশ্বজিৎ) প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে তিনি (বিশ্বজিৎ) নির্বাচিত হয়ে আসবেন। তিনি নির্বাচিত হলে তাঁর মাধ্যমে আমি আপনাদের ও ঝিনাইগাতী উপজেলার উন্নয়নের জন্য কাজ করতে পারব।’

নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান সংসদ সদস্য।

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একজন প্রার্থীর পক্ষে দলীয় সংসদ সদস্য শহীদুল সরাসরি অবস্থান নেওয়ায় চেয়ারম্যান পদে অন্য প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী এস এম আমিরুজ্জামান বলেন, এবারের নির্বাচন উন্মুক্ত থাকায় দলীয় মন্ত্রী-এমপিদের কারও পক্ষে কাজ না করতে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের নির্দেশনা থাকলেও সংসদ সদস্য চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ রায়কে বিভিন্ন সভায় নিজের বন্ধু বলে পরিচয় করিয়ে দিয়ে তাঁর পক্ষে কাজ করার জন্য ওয়াদা করাচ্ছেন। এটি দলীয় সিদ্ধান্তের সুস্পষ্ট লঙ্ঘন।

সংসদ সদস্য শহীদুল ইসলামের দাবি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়, এমন কিছু তিনি করেননি। সংসদ সদস্য বলেন, পুনর্মিলনী সভায় ব্যক্তিগত আলাপচারিতায় তিনি উপজেলা নির্বাচন নিয়ে কিছু কথা বলেছেন। তবে আচরণবিধির পরিপন্থী কোনো বক্তব্য দেননি বলে দাবি করেন।