শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে র্যাগ দেওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে এ তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. খায়রুল ইসলামকে প্রধান করা হয়েছে।
অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মাজহারুল হাসান মজুমদার, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট আবু সায়েদ আরফিন খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মনিরুজ্জামান খান ও সহকারী প্রক্টর মিজানুর রহমান।
আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রথম বর্ষের এক ছাত্রকে র্যাগ দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চার-পাঁচজন শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার ও সিট বাতিলের প্রক্রিয়া চলছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় ও মুজতবা আলী হলের একাধিক সূত্র জানায়, ২০ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের কয়েকজন শিক্ষার্থী ওই হলের ১১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে একই বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র্যাগ দেন। এরপর ভয়ে ওই শিক্ষার্থী বাড়িতে চলে যান।
বাড়ি থেকে তিনি তাঁর বিভাগীয় প্রধানের মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে বিষয়টি জানান। ওই শিক্ষার্থী প্রথম বর্ষের হওয়ায় যাঁরা র্যাগিংয়ের সঙ্গে জড়িত, তাঁদের শনাক্ত করতে পারছেন না। র্যাগিংয়ের শিকার ওই শিক্ষার্থী জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষার্থীদের দেখলে চিনতে পারবেন তিনি। তবে নাম জানেন না।