বগুড়ায় পদচারী–সেতুর দাবিতে পুণ্ড্র ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, মানুষের দুর্ভোগ
বগুড়া সদর উপজেলার গোকুল পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফটকের সামনে পদচারী–সেতু অথবা আন্ডারপাসের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুই ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখায় গোকুল থেকে উত্তরে মহাস্থান পর্যন্ত এবং দক্ষিণে বগুড়া শহরের মাটিডালি পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। এতে চালক ও যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
শিক্ষার্থীরা জানান, গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুন নাহার বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী যানবাহনের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। তিনি বর্তমানে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বগুড়ার একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি রংপুর-বগুড়া মহাসড়কের গোকুল এলাকায় অবস্থিত। এর আগে বিশ্ববিদ্যালয়ের সামনে একাধিক সড়ক দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নিরাপদে রাস্তা পারাপারের জন্য বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পদচারী–সেতু অথবা আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু এ ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় সাধারণ শিক্ষার্থীরা আজ মহাসড়ক অবরোধ করেছেন। পুণ্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান অধ্যাপক হোসনে-আরা বেগম এবং উপাচার্য অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্রও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, বগুড়া জেলা প্রশাসক ও হাইওয়ে পুলিশ সুপারের পক্ষ থেকে দুজন প্রতিনিধি গিয়ে আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন।