শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে অবরোধ, বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরের ধলাদিয়া গ্রামে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। শনিবার দুপুরে তোলা
ছবি: প্রথম আলো

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরের ধলাদিয়া গ্রামে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। বিক্ষোভে সময় আজ শনিবার সকাল ৯টা থেকে সড়কে যান চলাচল বন্ধ থাকে। কারখানা মালিকের সঙ্গে আলোচনার আশ্বাসে শ্রমিকেরা ৭ ঘণ্টা পর অবরোধ তুলে নেন।


বিক্ষোভকারী সবাই ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিক। দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার সামনে হাজারো শ্রমিক সড়কে বসে আছেন। আশপাশে বিপুল পরিমাণ পুলিশ অবস্থান করছে। শ্রমিকেরা কিছুক্ষণ পরপর বকেয়া বেতন পরিশোধের দাবিতে স্লোগান দেন। সড়কে অবস্থান করায় ওই সড়ক ধরে চলা কিশোরগঞ্জ ও ঢাকা অভিমুখী সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কয়েকজন বিক্ষোভকারী বলেন, কারখানার প্রায় সাত হাজার কর্মী আন্দোলন করছেন। শ্রমিকদের গত এপ্রিল মাসের বেতন, উৎসব ভাতা ও ইনসেনটিভ পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া স্টাফদের গত ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হয়নি। বারবার তাগিদ দিলেও সঠিক সময়ে বেতন পরিশোধ করেনি তারা। স্টাফ ও শ্রমিকদের চলতি মাসের ১১ তারিখে সব বকেয়া বেতন পরিশোধে করার কথা দিয়েছিল মালিকপক্ষ। কিন্তু তা পালন করা হয়নি। বৃহস্পতিবার সকালে বেতন ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য নতুন তারিখ বেঁধে দেয় কারখানা কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত মেনে নেননি শ্রমিকেরা। তাই শনিবার সকালে তাঁরা কাজে না গিয়ে বিক্ষোভ শুরু করেন।

লিংকিং বিভাগের কর্মী রাজিয়া খাতুন বলেন, তাঁদের দাবি অবৈধ নয়। নিজের পরিশ্রমের টাকার জন্য তাঁরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছেন। তিনি বলেন, ‘আমাদের পরিশ্রমের মূল্য নাই? আমাদের কি খেয়ে–পরে বাঁচতে হয় না? আমাদের টাকা আটকাবে কেন?’

ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের সুইং বিভাগের কর্মী মো. আফতাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কারখানা মালিক রোববার এ বিষয়ে আলোচনা করবেন। আলোচনার আশ্বাসে শনিবার বিক্ষোভ প্রত্যাহার করা হয়েছে।’

ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. আকাশের ব্যক্তিগত মুঠোফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ প্রথম আলোকে বলেন, পুলিশের মাধ্যমে কারখানা মালিক আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে রোববার আলোচনায় বসবেন বলে আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকেরা। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।