কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ

সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের তিন দফা দাবিতে সড়ক অবরোধ। আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকায়
ছবি : প্রথম আলো

সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ চাকরি স্থায়ীকরণ, বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধ এবং কর্মস্থলে কাজের পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে সড়ক অবরোধ করেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে গতকাল সোমবার কর্মচারী পরিষদ একই দাবিতে মানববন্ধন করে।
বক্তারা বলেন, ১৫ মাস ধরে তাঁরা বেতন-ভাতাবঞ্চিত। পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। সামনে পবিত্র রমজান মাস। দ্রুত তাঁরা চাকরি স্থায়ীকরণের দাবি জানান।

কর্মসূচি চলাকালে সড়কে যানজটের সৃষ্টি হয়। তবে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা একটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ চলাকালে অনেকের হাতে প্ল্যাকার্ড ছিল। কারও কারও পরনে ছিল কাফনের কাপড়।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরীর সময়ে অনুমোদিত পদের বাইরে অতিরিক্ত শতাধিকেরও বেশি ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। নিয়ম লঙ্ঘন করে অস্থায়ীভাবে এসব ব্যক্তিদের নিয়োগ দেওয়ার পর পরবর্তী উপাচার্য এ এইচ এম এনায়েত হোসেন বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে তাঁদের চাকরি আর নবায়ন করেননি। এর পর থেকে অনেকের বেতন–ভাতা বন্ধ আছে।

এদিকে ২০২১ সালের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত এক তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালুর আগেই ইউজিসি অনুমোদিত পদের বাইরে অতিরিক্ত শতাধিক ব্যক্তিকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অস্থায়ীভাবে দেওয়া এসব নিয়োগে প্রতিষ্ঠাতা উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরীর আত্মীয়স্বজন থেকে শুরু করে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, প্রভাবশালী নেতাদের স্বজন ও ঘনিষ্ঠজনেরা আছেন। তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে, ১০৯টি পদে নিয়োগের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছে।

পরে উপাচার্য মোর্শেদ আহমদ চৌধুরী ও তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. নাঈমুল হকের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক। তাই দুদকের পক্ষ থেকে গত বছরের জুন মাসে আদালতে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালত অভিযুক্ত উপাচার্য ও রেজিস্ট্রারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

২০১৮ সালের অক্টোবরে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ২০১৮ সালের নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোর্শেদ আহমেদ চৌধুরী। এখনো বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাস হয়নি।

সিলেট শহরের চৌহাট্টা এলাকায় অস্থায়ী ক্যাম্পাসে প্রশাসনিক কার্যক্রম চলছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য শহরের পাশে দক্ষিণ সুরমা এলাকায় ভূমি অধিগ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা উপাচার্যের মেয়াদ শেষে গত বছরের ১ জানুয়ারি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন। অন্যদিকে ২০২২ সালের ৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান আবুল কালাম মো. ফজলুর রহমান।