সুতার কার্টনে দুবাইয়ে নিচ্ছিলেন দামি ১০টি মুঠোফোন, বৈদেশিক মুদ্রা

মুঠোফোন ও বৈদেশিক মুদ্রাসহ আটক যাত্রী। আজ দুপুরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেছবি: সংগৃহীত

দুটি কার্টনের ভেতরে সুতার বান্ডিল। এর মধ্যে কৌশলে লুকিয়ে রেখেছিলেন দামি ১০টি মুঠোফোন আর বৈদেশিক মুদ্রা। কিন্তু শেষ রক্ষা হয়নি। স্ক্যানার পরীক্ষার পর তাঁকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে তাঁকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আজ রোববার বেলা আড়াইটার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। আটক হওয়া ওই ব্যক্তির নাম মো. সাইম নাওয়াজ (২৫)। তিনি সাতকানিয়া উপজেলার ছমদর পাড়া এলাকার বাসিন্দা। আজ রাতে বিমান বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুতার কার্টনের ভেতরে লুকিয়ে পাচারের সময় উদ্ধার করা বৈদেশিক মুদ্রা। আজ দুপুরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে
ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইম নাওয়াজকে বিমানবন্দরের টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বহির্গমনের ৭ নম্বর গেট থেকে আটক করা হয়েছে। তাঁর আজ বেলা সাড়ে তিনটার ফ্লাইটে ঢাকা হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাওয়ার কথা ছিল। স্ক্যানিং পরীক্ষায় ধরা পড়ার পর তাঁকে তল্লাশি করে এসব উদ্ধার করা হয়েছে। তিনি ঘন ঘন মধ্যপ্রাচ্যে যাতায়াত করতেন।

উদ্ধার হওয়া ১০টি ফোনের মধ্যে ২টি আইফোন আর ৮টি স্যামসাং। এসব মুঠোফোনের বর্তমানে বাজার মূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা। আর সঙ্গে ছিল ৩০ হাজার দিরহাম। ১ দিরহাম সমান ৩৩ টাকা দরে যা ৯ লাখ ৯০ হাজার টাকা। পাশাপাশি মামলার আলামত হিসেবে ৪৬ কেজি সুতাও জব্দ করা হয়েছে।