শ্রীমঙ্গলে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কালাপুর এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নাজমা বেগম (৪০), তাঁর বোনের ছেলে হাসাইন আহমেদ (২২) ও ভাইয়ের ছেলে ফাহাদ আহমেদ (১২)। তাঁদের বাড়ি উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা গ্রামে। আহত দুজনের মধ্যে একজন অটোরিকশাটির চালক এবং অপরজন নাজমা বেগমের আরেক স্বজন। আহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
নিহত ব্যক্তিদের স্বজন মো. সোলেমান প্রথম আলোকে জানান, দুপুর ১২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় নাজমা বেগমসহ তাঁদের পরিবারের চারজন উপজেলার বরুণা থেকে শ্রীমঙ্গল শহরে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কালাপুর এলাকায় শ্রীমঙ্গল-শেরপুর রুটের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু ফাহাদের মৃত্যু হয়। স্থানীয় লোকজন অটোরিকশার চালকসহ আহত অপর চারজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে নাজমা বেগম ও হাসাইন মারা যান। আহত বাকি দুজন এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।