নারায়ণগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যুবলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমানের পক্ষে মিছিল বের করেন যুবলীগ নেতা জানে আলম বিপ্লব (সামনে পতাকা হাতে) ও তাঁর সহযোগীরা। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের তল্লা এলাকায়ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে যুবলীগ নেতা জানে আলম বিপ্লবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেদারুল ইসলাম চিঠি পাঠিয়ে এ নির্দেশ দেন। চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে জানে আলমকে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

জানে আলম নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা। তবে তাঁর দলীয় পদের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত।

কারণ দর্শানোর চিঠি ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের তল্লা এলাকায় গতকাল বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শামীম ওসমানের পক্ষে দলীয় প্রতীক নিয়ে যুবলীগ নেতা জানে আলম ও তাঁর সহযোগীরা ব্যানারসহ মিছিল বের করেন, যা নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮–এর বিধির পরিপন্থী।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে (জানে আলম) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।