রাজশাহীতে অটোরিকশায় অশ্লীল অঙ্গভঙ্গি, আটক ব্যক্তির বিরুদ্ধে ছাত্রীর মামলা
রাজশাহীতে অটোরিকশায় এক নারী শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে নগরের রাজপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. মাসুদ রানা (৪৭)। তিনি রাজশাহী নগরের রাজপাড়া থানাধীন কেশবপুর দক্ষিণপাড়া এলাকার মৃত আমির আলীর ছেলে। আর ভুক্তভোগী শিক্ষার্থী রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ফেসবুকে ওই ব্যক্তির ১টি ছবি ও ১৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ঘটনার বর্ণনা দেন। তখন ফেসবুকে অনেকেই ওই ব্যক্তিকে আটক করার দাবি জানান। গতকাল রাতে স্থানীয় ছাত্র-জনতা মাসুদ রানার বাড়িতে ভাঙচুর চালান। পরে আজ ভোরে তাঁকে নওগাঁর মান্দা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মাসুদকে আটকের পর আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সংবাদ সম্মেলন করেন। পুলিশ কমিশনার জানান, গতকাল বেলা সাড়ে তিনটায় রাজশাহী শহরের বন্ধ গেটে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অটোরিকশায় বাসায় ফেরার পথে যৌন হয়রানির শিকার হন। অটোরিকশায় তাঁর সামনে বসা এক পুরুষ যাত্রী অশ্লীল অঙ্গভঙ্গি করে তাঁকে হয়রানি করেন এবং বিভিন্ন প্রকার হুমকি দেন। ভুক্তভোগী ছাত্রী দ্রুত ঘটনাটি তাঁর মুঠোফোনে কৌশলে ভিডিও ধারণ করেন। পরে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে প্রতিবাদ জানান।
পুলিশ কমিশনার আরও জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সাধারণ মানুষ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পোস্টটি তাঁর নজরে আসে। এরপর তিনি আরএমপির সাইবার ক্রাইম ইউনিটকে আসামির নাম-ঠিকানা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্ত ব্যক্তির নাম-ঠিকানা শনাক্ত করে আরএমপি ডিবির কাছে তথ্য পাঠায়। পরে তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ মাসুদের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার ‘মব’ সৃষ্টি হয়। মাসুদ কৌশলে সপরিবার পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একাধিক টিম সারা রাত বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অবশেষে আজ ভোর ৫টায় নওগাঁ জেলার মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকা থেকে তাঁকে আটক করে। আটকের পর আসামি গোয়েন্দা পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেন।
আজ বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে রাজপাড়া থানায় দুপুরে মামলা করেছেন। ওই মামলায় মাসুদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।