উখিয়ায় হাতকড়াসহ পালালেন মাদক মামলার আসামি

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের উখিয়া থেকে প্রিজনভ্যানে করে আদালতে আনার সময় হাতকড়াসহ এক আসামি পালিয়ে গেছেন। তাঁর নাম মুজিবুল আলম (২৮)।

আজ শনিবার বিকেলে উখিয়া থেকে কক্সবাজার যাওয়ার পথে রামুর সেনানিবাস এলাকায় এ ঘটনা ঘটে। মুজিবুল রোহিঙ্গা নাগরিক। তিনি উখিয়ার কুতুপালং ২ নম্বর আশ্রয়শিবিরের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, আজ বিকেলে উখিয়া থানা থেকে ১২ জন আসামি নিয়ে একটি প্রিজনভ্যান কক্সবাজার আদালতের উদ্দেশে রওনা দেয়। পথে গাড়িটি রামু সেনানিবাস অতিক্রম করার পর মুজিবুল হঠাৎ ‘বমি পাচ্ছে’ বলে পুলিশের সহায়তা চান। এ সময় দায়িত্বরত এক পুলিশ সদস্য প্রিজনভ্যানের দরজার তালা খুলে স্থানীয় দোকান থেকে পলিথিন ব্যাগ আনতে যান। এ সুযোগে মুজিবুল হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান।

প্রিজনভ্যানের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি দল কাজ করছে।