২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্ত্রী তিথী বেগমকে (২৩) হত্যার দায়ে আহসান হাবিব নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।

আহসান হাবিব (২৯) ইসলামপুর উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে হাবিবের সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী এলাকার তিথী বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। দুই বছরের মাথায় তিথীর পরিবারের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে হাবিবের পরিবার। ওই টাকা দিতে না পারায় প্রায়ই তিথীকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টাও করা হলেও তিথীর ওপর নির্যাতন থামেনি। ২০২২ সালের ১২ এপ্রিল রাতে তাঁকে মারধরের এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।

ওই ঘটনায় তিথীর মামা আব্বাস আলী পরদিন ইসলামপুর থানায় একটি হত্যা মামলা করেন। আজ বিচারক আসামিকে মৃত্যুদণ্ড দেন।

জামালপুরের জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ মো. এনায়েত হোসেন জানান, আসামি আদালতে স্ত্রী হত্যার দায় স্বীকার করেন। এ ছাড়া এ মামলায় আটজন সাক্ষী দিয়েছেন।