সিলেটে মোমবাতি জ্বালিয়ে ব্লগার অভিজিৎ রায়কে স্মরণ

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবা‌তি জ্বা‌লিয়ে ব্লগার অভিজিৎ রায়কে স্মরণ করা হয়। সোমবার সন্ধ্যায়
ছ‌বি: প্রথম আলো

সিলেটে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে ব্লগার অভিজিৎ রায়কে স্মরণ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেটের অ্যাকটিভিস্টদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন

শুরুতে ব্লগার অভিজিৎ রায়কে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেন অংশগ্রহণকারীরা।

এ সময় বক্তারা বলেন, অভিজিৎ রায় একটি বিজ্ঞানমনস্ক, উদার ও যুক্তিবাদী সমাজ গঠনের লক্ষ্যে লেখালেখি করেছেন। এ কারণে তাঁকে প্রাণও দিতে হয়েছে। অভিজিৎসহ কয়েকজন যুক্তিবাদী লেখককে হত্যা ও সরকারের আপসের কারণে এখন মৌলবাদী গোষ্ঠী আরও শক্তিশালী হয়ে উঠেছে। দেশে এখন একটি ভয়ের পরিবেশ বিরাজ করছে। মানুষ কথা বলতেও ভয় পায়। লেখকেরা স্বাধীনভাবে লেখালেখি করতে পারেন না।

আরও পড়ুন

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থপতি রাজন দাস, প্রাবন্ধিক ও লেখক এনামুল হক, পরিবেশকর্মী আশরাফুল কবীর, বিনয় ভদ্র, সংস্কৃতিকর্মী অরূপ বাউল, লেখক সামসুল আমিন, মাহবুব রাসেল, রিপন চৌধুরী, মেকদাদ মেঘ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক প্রমুখ।

আরও পড়ুন