সিঙ্গাইরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম মো. শরিফ (৩৫)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর (৩০) স্বামী ইরাকপ্রবাসী। এই দম্পতির ১২ বছরের ছেলে আছে। সন্তানকে নিয়ে ওই গৃহবধূ বাবার বাড়িতে থাকেন। গত ২৫ জুলাই ওই গৃহবধূর বাড়ির সবাই পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়িতে জন্মদিনের দাওয়াতে যান। ওই নারী দাওয়াতে যেতে সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে বের হন। পথে মো. শরিফ, হজরত মোল্লা ও মো. রমিজ নামের তিন ব্যক্তি তাঁর মুখে গামছা বেঁধে পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজন পাহারা দেন।

পরে আত্মীয়স্বজন ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ২৭ আগস্ট ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ওই তিনজনসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।