সৈয়দপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী শ্রমিক নিহত

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের জটলা। আজ সকালে সৈয়দপুরের বাইপাস সড়কের ধলাগাছ বটতলী এলাকায়
ছবি: প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম সামসুল আলম (৫২)। তিনি উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়বাড়ি এলাকার মৃত তবার উদ্দিনের ছেলে। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের ধলাগাছ বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী শ্যামলী পরিবহনের বাসটি ধলাগাছ বটতলী এলাকায় এসে সাইকেলচালক সামসুল আলমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সামসুল আলম সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় একটি পাটের গুদামের শ্রমিক হিসেবে কাজ করতেন। আজ সকালে সাইকেল যোগে কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বাসটিকে জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানা–পুলিশ নিয়ে গেছে, তবে চালক পলাতক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।