ইসলামী বিশ্ববিদ্যালয়ের আট স্থানে খেলাধুলা ও আড্ডা না দিতে প্রজ্ঞাপন জারি

ইসলামী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অন্তত আটটি স্থানে শিক্ষার্থীদের খেলাধুলা ও আড্ডা না দিতে প্রজ্ঞাপন জারি করেছেন প্রশাসন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনের চিঠিটি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পবিত্রতা রক্ষাসহ সার্বিক নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব স্থানে খেলাধুলা ও আড্ডা দেওয়া যাবে না, সেগুলো হলো মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল, কেন্দ্রীয় শহীদ মিনার, মুক্তবাংলা, স্মৃতিসৌধ, শেখ রাসেল ম্যুরাল, মুক্তির আহ্বান, শ্বাশত মুজিব, কেন্দ্রীয় মসজিদসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়। বলা হচ্ছে, ওই সব স্থানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। প্রজ্ঞাপনের বিষয়টি সব বিভাগের সব শিক্ষার্থীদের অবগত করতে অনুরোধ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্র শৃঙ্খলা কমিটির এক সদস্য প্রথম আলোকে বলেন, এসব স্থানে খেলাধুলা করায় অনেক সময় বল গিয়ে স্থাপনাগুলোয় আঘাত লাগে। আবার বিভিন্ন সময় এসব স্থানের আশপাশের আড্ডা দেওয়ার সময় কিছু বিব্রতকর ঘটনা ঘটে। সার্বিক বিষয় বিবেচনা করে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রক্টর শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, প্রজ্ঞাপনের চিঠি পেয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।