৩ শতাংশ জমি দখলে সংঘর্ষ, আহত ৬
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে ৩ শতাংশ জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিন নারীসহ ছয়জন আহত হয়েছেন। আজ রোববার সকাল ছয়টার দিকে ছাতিয়ান গ্রামের ব্রিকফিল্ড পাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ব্যক্তিরা হলেন ছাতিয়ান গ্রামের ব্রিকফিল্ড পাড়ার হিফাজ উদ্দীন (৬০), তাঁর স্ত্রী ময়না খাতুন (৫৫), মেয়ে জোসনা খাতুন (৩৪) ও আবুল কাশেমের স্ত্রী রঙ্গিলা খাতুন (৬৫)। অন্যপক্ষের আহত ব্যক্তিরা হলেন মিনারুল ইসলাম (৪৭) ও সজল হোসেন (২৬)।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের জহির উদ্দীনের কাছ থেকে ৩ শতাংশ জমি কেনেন একই গ্রামের ময়না খাতুন। ওই দাগেই জহির উদ্দীনের কাছ থেকে কয়েক শতাংশ জমি কেনেন একই গ্রামের মিনারুল ইসলাম। এ জমি নিয়ে মিনারুল ও ময়নার পরিবারের মধ্যে কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলে আসছে। আজ সকালে ওই জমির ওপর ঘর নির্মাণ করছিলেন মিনারুল। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয়পক্ষের আহত ব্যক্তিদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম কে রেজা বলেন, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সবার শরীরে লাঠির আঘাতের চিহ্ন আছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, উভয়পক্ষ একে অপরকে আঘাত করেছে। লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।