বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করেছে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও এলাকাবাসী।
জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করতে যান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার তাগিদ দেন।
সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকাত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইমসহ বিএনপি, জামায়াত, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন। তাঁরা আবু সাঈদের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
দুপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও দলের অন্য নেতারা। এরপর এবি পার্টির নেতারা বেলা তিনটায় রংপুর টাউন হলে আলোচনা সভা, স্মরণ অনুষ্ঠান, দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও শোক মিছিলে অংশ নেন। এ কর্মসূচির আয়োজন করে জেলা ও মহানগর এবি পার্টি।
আলোচনা সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, গণ-অভ্যুত্থান সফল না হলে আজ আবু সাঈদের ভিটেমাটি ধ্বংস করা হতো। কত সহস্র মানুষ যে গুম আর খুনের শিকার হতেন, হিসাব থাকত না। অথচ সে সময়ের দুঃখ-কষ্টে থাকা রাজনৈতিক নেতা-কর্মীরা আজ ভীষণ বিভেদে লিপ্ত। একে অপরকে হেয়প্রতিপন্ন করে অনৈক্য সৃষ্টি করতে তাঁদের বিন্দুমাত্র বিবেকে বাঁধছে না।
আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে শহীদ স্মরণে সমাবেশ করে গণসংহতি আন্দোলন। গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা ও শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা বক্তব্য দেন।
বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণ করে জোনায়েদ সাকি বলেন, এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ। নতুন বন্দোবস্তের মাধ্যমে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ে তুলতে হবে।
আবু সাঈদ স্মরণে দুপুরে রংপুর প্রেসক্লাব থেকে একটি শোক শোভাযাত্রা বের করে গণতন্ত্র মঞ্চ। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। পরে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, জোনায়েদ সাকিসহ অন্য নেতারা আবু সাঈদের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে গিয়ে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের স্মৃতির উদ্দেশে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শহীদ আবু সাঈদসহ সব শহীদ স্মরণে বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে। সকালে অনুষ্ঠিত সভার শুরুতে অস্থায়ী শহীদবেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরাম ও বিভিন্ন গণসংগঠনের নেতারা। এ সময় জুলাই অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা।