আশ্রয়শিবিরে শিয়ালের কামড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে শিয়ালের কামড়ে ছয় মাস বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর চারটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা আশ্রয়শিবিরের সি-২২ ব্লকের ১৯১৬ নম্বর কক্ষে ঘুমন্ত অবস্থায় ওই শিশুকে শিয়াল আক্রমণ করে। পরে ওই শিশুকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই শিশুর নাম রিয়া মনি। সে লেদা রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মোহাম্মদ হোসেনের মেয়ে। লেদা রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়া মনির পরিবার ও স্থানীয় রোহিঙ্গারা বলেন, গতকাল রাতে রিয়া মনি তার মা নুর কায়দার সঙ্গে ঘুমিয়ে ছিল। তবে ওই সময় রিয়া মনির বাবা ঘরে ছিলেন না। ভোররাতের দিকে শিয়ালটি ওই ঘরে ঢুকে রিয়া মনির কোমরে কামড় দেয়। এ সময় রিয়া মনি কাঁদতে শুরু করে। এতে পাশের ঘরের মো. ইমাম হোসেনের ঘুম ভেঙে যায়। পরে তিনি ডাকাডাকি করে রিয়া মনির মাকে ঘুম থেকে ডেকে তোলেন। এ সময় শিয়ালটি বেড়ার ফাঁক দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় রিয়া মনিকে আশ্রয়শিবিরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তবে রিয়া মনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। আজ বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিয়া মনির মৃত্যু হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত ডিআইজি ও অধিনায়ক মোহাম্মদ হাসান বারী বলেন, শিয়ালের আক্রমণে আহত শিশুটি মারা গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।