সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট করায় রাজবাড়ীতে ছাত্রলীগের চার নেতাকে অব্যাহতি

ছাত্রলীগের লোগো

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজবাড়ীতে ছাত্রলীগের চার নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত ৯টায় জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অব্যাহতির তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া চার নেতা হলেন বালিয়াকান্দি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আল আদিত জিসান, বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রনি খান, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক নাফিজ কবির ও রাজবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুদ্র মাহাম্মুদ। নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁদের রাজবাড়ী জেলা ছাত্রলীগের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে; পাশাপাশি স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছে জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, জামায়াত নেতার মারা যাওয়ার আগেও সংগঠনের কেউ কেউ স্ট্যাটাস দিয়েছেন। মারা যাওয়ার পরেও স্ট্যাটাস দিয়েছেন। এ ছাড়া বালিয়াকান্দি কলেজ ছাত্রলীগের সভাপতি বিবাহিত। ছাত্রলীগ একটি প্রগতিশীল সংগঠন। এখানে সাম্প্রদায়িক মানসিকতার লোকজনের কোনো স্থান নেই। এসব বিষয় দৃষ্টিগোচর হওয়ার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।