রাজশাহীতে বিএনপির গণসমাবেশের মাঠে প্যান্ডেল তৈরির কাজ শুরু

গণসমাবেশের মাঠের অনুমতি পেয়ে কাজ শুরু করেছে বিএনপি। আজ বুধবার সন্ধ্যায় রাজশাহীর মাদ্রাসা মাঠে
ছবি: প্রথম আলো

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ মাঠে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা থেকে ডেকোরেটরের কর্মীরা হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়ের ওই মাঠের (মাদ্রাসা মাঠ) ভেতরে কাজ শুরু করেন। মাঠের পাশে বিকেলে বিএনপির মাঠ নিরাপত্তাকর্মীদের কমিটি গঠনের জন্য সভা হয়েছে। রাত আটটার দিকে দেখা যায়, নেতা-কর্মীরা মাঠেই রয়েছেন।

গত সোমবার থেকে ওই মাঠে পুলিশ মোতায়েন রয়েছে। ওই দিন পুলিশ ডেকোরেটরের কাজ বন্ধ করে দিয়েছিল।

আরও পড়ুন

সন্ধ্যায় মাঠে গিয়ে দেখা যায়, ডেকোরেটর কর্মী মাঠের পাশে একটি শামিয়ানা টানানোর চেষ্টা করছেন। জনাবিশেক নেতা-কর্মী গেটের পাশে দাঁড়িয়ে বাইরে থেকে আসা নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করছেন।

এরই মধ্যে ওয়াক্তিন নামের এক ব্যক্তি ‘ধানের শীষ’ ব্যাজ বিক্রি শুরু করেছেন। তিনি ‘ধানের শীষ’ ‘ধানের শীষ’ বলে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। যদিও মাঠে তেমন কোনো লোকজন নেই। রয়েছে শুধু পুলিশ।

আরও পড়ুন
গণসমাবেশের মাঠের অনুমতি পেয়ে কাজ শুরু করেছে বিএনপি। সেখানে মোতায়েন পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় রাজশাহীর মাদ্রাসা মাঠে
ছবি: প্রথম আলো

মাঠে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে শের মাহমুদ ও নবীর উদ্দিন নামের দুই ব্যক্তিকে পাওয়া গেল। তাঁরা বলেন, তাঁদের বলা হয়েছিল, মাঠেই থাকা-খাওয়ার সব ব্যবস্থা করা হয়েছে। এখন এসে দেখছেন কিছুই নেই। রাতে কোথায় থাকবেন জানতে চাইলে শের মাহমুদ বলেন, ‘এই শামিয়ানা টাঙায়ছে এর মধ্যেই ঢুইকে যাব।’

আরও পড়ুন

মাঠের দক্ষিণ-পূর্ব পাশে নিরাপত্তা কমিটির নেতাদের জটলা দেখা গেল। সেখানে বাইরে থেকে আসা নেতা-কর্মীরাও রয়েছেন। সেখান থেকে বিভিন্ন দিকে থাকার জন্য ১০ থেকে ২০ জন করে নেতা-কর্মী দল বেঁধে যাচ্ছেন।

আরও পড়ুন

গণসমাবেশের সমন্বয়কারী ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার বলেন, তাঁদের কয়েক হাজার নেতা-কর্মী ইতিমধ্যে এসে গেছেন। মাঠ ঠিক করার কাজও শুরু হয়ে গেছে।

আরও পড়ুন
আরও পড়ুন