কক্সবাজার শহরের নুনিয়াছটা এলাকার বাঁকখালী নদীর মোহনায় ২০ বছর বয়সী এক পর্যটকের লাশ ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নদীর প্যারাবন এলাকায় লাশটি ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, লাশটি গত শনিবার কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. হিমেল আহমদের। তাঁর বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখানের রাস্তার মাথা এলাকায়। ওই তরুণের বাবার নাম আক্কাছ আলী।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশটি পাঁচ দিন আগের। চেহারা বিকৃত হয়ে গেছে। লাশের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও সাদা রঙের গেঞ্জি। বয়স আনুমানিক ২০। লাশ দেখে প্রথমে ডুবন্ত ট্রলারের লাশ বলে সন্দেহ করা হয়েছিল। পরে স্বজনেরা হিমেল আহমদের পরিচয় শনাক্ত করেন। তিনি বলেন, লাশটি উদ্ধার করে সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় জেলেরা জানান, দুপুরে জোয়ারের পানিতে ভেসে লাশটি বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের দিকে চলে আসে। ঢেউয়ের ধাক্কায় বিকেলে লাশটি বাঁকখালী নদীর নুনিয়াছটা মোহনার প্যারাবনে ভেড়ে। বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ফরেনসিক বিভাগের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে।