সড়কে উল্টে ছিল পিকঅ্যাপ ভ্যান, পাশে ‘বুঙ্গার চিনির’ বস্তা

সিলেটের জৈন্তাপুরের সারিঘাট এলাকায় আজ রোববার সকালে চিনিবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়
ছবি: প্রথম আলো

সড়কের ওপর উল্টে পড়ে আছে পিকআপ ভ্যান। পাশে ছড়িয়ে রয়েছে চিনিভর্তি বস্তা। এসব বস্তায় লেখা রয়েছে ভারতীয় কোম্পানির নাম-ঠিকানা। সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় পিকআপ ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। আজ রোববার সকাল সাতটার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক সড়কের সারিঘাট এলাকা দেড় টন চিনি জব্দ করেছে পুলিশ।

এ সম্পর্কে আজ দুপুরে তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। তবে পিকআপের চালককে পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ৩০ বস্তা চিনি ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। জব্দ করা চিনির ওজন দেড় টন। বস্তার গায়ে লেখা থেকে বোঝা যাচ্ছে এসব চিনি ভারত থেকে এসেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জৈন্তাপুর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশে চিনির দাম বাড়ার পর থেকে ভারত সীমান্ত–সংলগ্ন সিলেটের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধ পথে আসছে ভারতীয় চিনি। অবৈধ পথে আসা এসব চিনি সিলেটে ‘বুঙ্গার চিনি’ নামে পরিচিতি। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব চিনি জব্দ করে। সাধারণত গভীর রাতে চোরাই চিনি পরিবহন করা হয়। পরিবহনের কাজে ব্যবহৃত হয় দ্রুতগতির পিকআপ ভ্যান। আজ সকালেও পিকআপ ভ্যানে করে ভারতীয় চিনি নেওয়া হচ্ছিল। কিন্তু পিকআপ ভ্যানটি সিলেট-তামাবিল আঞ্চলিক সড়কের সারিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সারিঘাট এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পিকআপটি গোয়াইনঘাটের সারিঘাট সড়ক দিয়ে দ্রুতগতিতে আসছিল। সিলেট-তামাবিল সড়কে ওঠার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরই উল্টে যায়। তিনিসহ স্থানীয় কয়েকজন গিয়ে দেখেন সড়কে চিনির বস্তা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ঘটনার পর সেখানে চালক কিছু সময় দাঁড়িয়ে মুঠোফোনে আলাপ করেন। পরে তিনি সেখান থেকে দ্রুত চলে যান। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়।