আ.লীগ যতবার ক্ষমতায় এসেছে, গণতান্ত্রিক অধিকার হরণ করেছে: রুহুল কুদ্দুস

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার। শুক্রবার সকালে নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগ যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার। আজ শুক্রবার নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল। সভায় প্রধান অতিথি ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার।

বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘আওয়ামী লীগের নেতারা মুখে সব সময় গণতন্ত্রের কথা বলেন। অথচ তাঁরাই গণতন্ত্র ধ্বংস করার কাজ করে আসছেন। তারা যতবারই রাষ্ট্রক্ষমতায় গেছে, ততবারই মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।’

রুহুল কুদ্দুস তালুকদার আরও বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে সেই দল, যে দল অন্যান্য সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল। সেই দুঃসহ অবস্থার পরিবর্তন ঘটিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদের সঞ্চালনে সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্যসচিব রহিম নেওয়াজ, সদস্য ফরহাদ আলী দেওয়ান (শাহীন), জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার (ডালিম), জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, কোরআন খতম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ ও শীতবস্ত্র বিতরণ করেন রুহুল কুদ্দুস তালুকদার।