পাহাড়ি ছড়ায় মিলল নিখোঁজ চা-শ্রমিকের লাশ

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা-বাগানে গরু খুঁজতে গিয়ে নিখোঁজ এক চা-শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে স্থানীয় একটি পাহাড়ি ছড়ায় তাঁর লাশ পাওয়া যায়।

ওই চা-শ্রমিকের নাম সানিক উরাং (৪০)। তাঁর বাড়ি রত্না চা-বাগানের মারাং বস্তি এলাকায়। তিনি ওই বাগানে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার চায়ের চারাগাছ নষ্ট করায় বাগানের পাহারাদারেরা সানিকের দুটি গরুকে ধরে আটকে রাখেন। বিকেলে কাজ থেকে ফিরে সানিক গরুর সন্ধানে বের হন। পরে আর বাড়ি ফেরেননি। আজ সকালের দিকে বাগানের কয়েকজন শ্রমিক মারাং বস্তির কাছে পাহাড়ি গোগালিছড়ায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে জুড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন বেলা পৌনে দুইটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শ্রমিক সানিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। এরপরও ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।