আগৈলঝাড়ায় বিএনপির পদ পাওয়া দুই নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

আওয়ামী লীগ ও বিএনপি

বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়ন বিএনপির কমিটিতে পদ পাওয়া দুই নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার রত্নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সুরেশ বিশ্বাস ও গৈলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মনির তালুকদার।

গতকাল রোববার রাতে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লিটন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁদের দল থেকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৩ আগস্ট আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কবির হোসেন তালুকদার ও সদস্যসচিব বশির আহম্মেদ উপজেলার রাজিহার, বাকাল, গৈলা ও রত্নপুর ইউনিয়নের চারটি কমিটি ঘোষণা করেন। গৈলা ইউনিয়ন বিএনপির কমিটিতে একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মনির তালুকদারকে সদস্য করা হয়। রত্নপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সুরেশ বিশ্বাসকে করা হয়েছে যুগ্ম সম্পাদক। আর বাকাল ইউনিয়ন বিএনপির কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মোসলেম পাইককে।

আরও পড়ুন

উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সুরেশ বিশ্বাস ও মনির তালুকদারের নাম সদ্য ঘোষিত বিএনপির ইউনিয়ন কমিটিতে আসায় সমালোচনা শুরু হয়। একপর্যায়ে ওই দুই নেতা কমিটিতে থাকার বিষয়টির প্রতিবাদ করেন। পরবর্তী সময়ে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বিষয়টি তদন্ত করেন। এতে দেখা যায়, সুরেশ বিশ্বাস ও মনির তালুকদার বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য উপজেলা বিএনপির নেতাদের কাছে পদ চেয়ে আবেদন করেন। জাতীয় পরিচয়পত্রের কপি ও জীবনবৃত্তান্ত জমা দেন। বিএনপিতে পদ চাওয়ার সত্যতা পাওয়ায় তাঁদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

অবশ্য বিএনপির কমিটিতে নাম আসার পর সুরেশ বিশ্বাস ও মনির তালুকদার লিখিতভাবে প্রতিবাদ জানান। তাঁরা সেখানে বলেন, পারিবারিকভাবে দীর্ঘদিন যাবৎ তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বিএনপির নেতারা অসৎ উদ্দেশ্য নিয়ে বিএনপির কমিটিতে তাঁদের নাম অন্তর্ভুক্ত করেছে। এতে রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ভবিষ্যতে বিএনপি নেতারা এমন কাজ করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও প্রতিবাদলিপিতে ব্যক্ত করা হয়।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কবির হোসেন তালুকদার বলেন, বিএনপির ইউনিয়ন কমিটিতে থাকতে যাঁরা জীবনবৃত্তান্ত ও জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিয়ে আবেদন করেছেন, তাঁদের পদ দেওয়া হয়েছে।