মায়ের হাত ধরে হাঁটছিল শিশুটি, দুটি অটোরিকশার পাল্লাপাল্লিতে চাপা পড়ে মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার পাল্লাপাল্লিতে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি মায়ের হাত ধরে হেঁটে নানির বাসায় যাচ্ছিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সফিপুর আঞ্চলিক সড়কের জালালগেট এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম রোজা আক্তার (৫)। সে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম ফরিদপুর গ্রামের রেজাউল করিম ও আদুরী বেগম দম্পতির মেয়ে। রোজা মা-বাবার সঙ্গে কালিয়াকৈরের মুন্সিরটেক এলাকায় ভাড়া বাসায় থাকত। তার মা–বাবা মুন্সিরটেক এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মা আদুরী বেগমের হাত ধরে রোজা আক্তার সফিপুর-বড়ইবাড়ী সড়কের জালাল গেট এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে রেলগেট এলাকায় নানির বাসায় যাচ্ছিল। দুটি ব্যাটারিচালিত অটোরিকশা পাল্লাপাল্লি করে যাওয়ার সময় রোজাকে চাপা দেয়। এতে মায়ের হাত থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন বলেন, এলাকায় অটোরিকশার নিয়ন্ত্রণ নেই। ইচ্ছেমতো অটোরিকশাচালকেরা দাপিয়ে বেড়াচ্ছেন। পুলিশ প্রশাসনও তাঁদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।