হাতিয়ায় হিন্দু পরিষদ নেতার মায়ের ওপর হামলার অভিযোগ
নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উপজেলা হিন্দু পরিষদের সভাপতি সহদেব রায়ের মা পারুল রানী শীলের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, জমি দখলের উদ্দেশ্যে আজ শুক্রবার সকাল আটটার দিকে মাহতাব হোসেন নামের স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা হিন্দু পরিষদের সভাপতি সহদেব রায় অভিযোগ করেন, মাহতাব হোসেন নামের স্থানীয় ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁদের কিছু জমি দখলের চেষ্টা করছেন। তবে সোনাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপের কারণে দখলে ব্যর্থ হন। বিষয়টি নিয়ে তিনি ক্ষিপ্ত ছিলেন। এর জেরে সকালে তাঁর মা ঘরের বাইরে হাঁটতে বের হলে তাঁর ওপর মাহতাব দলবল নিয়ে হামলা চালান। এ সময় চিৎকার শুনে তিনি তাঁর মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মারধরের কারণে তাঁর মায়ের শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক খালেদ সাইফুল্যাহ প্রথম আলোকে বলেন, পারুল রানী শীলের হাতে, বুকে, পিঠে ও পায়ে জখম রয়েছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
জানতে চাইলে অভিযুক্ত মাহতাব হোসেন হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে জায়গা-জমি নিয়ে কিছু ঝামেলা ছিল, তা ইউপি চেয়ারম্যান মিটমাট করে দিয়েছেন। ওই নারী তাঁকে দেখে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। তিনি মারধর করেননি।
খবর পেয়ে হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আমান উল্যাহ ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের কথা কেউ তাঁকে বলেননি। তবে ওই নারীর হাঁস-মুরগি প্রতিবেশী মাহতাবের খেতে যাওয়া নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়েছে। এ সময় হয়তো ওই নারী আঘাত পেয়েছেন। যাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তাঁকে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায়নি। আহত নারীর পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
হাতিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার বলেন, ষষ্ঠী পূজার দিন সনাতন ধর্মাবলম্বী নারীর ওপর হামলা খুবই উদ্বেগজনক। অবিলম্বে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।