শ্রীপুরে আড়াই ঘণ্টা পর বিকল ট্রেন সরিয়ে ট্রেন চলাচল শুরু
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন লাইনে যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ওই রুটে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর ইঞ্জিনটি সরিয়ে নেওয়া হলে আজ শনিবার বেলা পৌনে একটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা ২৫ মিনিটে কাওরাইদ-সাতখামাইর রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে ঢাকা অভিমুখী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ কারণে কাওরাইদ রেলস্টেশনে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রাজেন্দ্রপুর রেলস্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ফলে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার শামীমা জাহান প্রথম আলোকে বলেন, জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রাজেন্দ্রপুর রেলস্টেশন থেকে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি ঘটনাস্থলে আনা হয়। ওই ইঞ্জিনের মাধ্যমে বিকল ট্রেনটিকে টেনে শ্রীপুর রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে রাখা হয়েছে। বেলা পৌনে একটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।