আত্মগোপনে থাকা মাধবদীর সাবেক মেয়র গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধানছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধানকে (মানিক) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পরই মোশাররফ হোসেন প্রধানকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোশাররফ হোসেন প্রধানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুটি হত্যাসহ তিনটি মামলা আছে তাঁর বিরুদ্ধে।