চন্দনাইশে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

নিহতপ্রতীকী ছবি

চট্টগ্রামের চন্দনাইশে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম বাইনজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম মো. জাকির হোসেন (৬৫)। আহত ব্যক্তির নাম সালাহ উদ্দীন (৩৫)। তাঁরা দুজনই বরমা ইউনিয়নের বাসিন্দা। আহত অবস্থায় সালাহ উদ্দীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, জাকির হোসেন ভোরে বাড়ির পাশে নিজের আলুখেতের পরিচর্যা করতে গিয়েছিলেন। এ সময় দুটি বন্য হাতি পা দিয়ে তাঁকে পিষ্ট করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হাতি দুটি পার্শ্ববর্তী এলাকায় গিয়ে যুবক সালাহ উদ্দীনের ওপর আক্রমণ করে। তিনি একটি দোকান থেকে রুটি কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খবর পেয়ে চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম নিহত কৃষকের বাড়িতে যান। এ সময় নিহতের পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। আহত ব্যক্তির পরিবারকেও ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।