হিলির শূন্যরেখায় ঢুকেই মারা গেলেন বাংলাদেশি যাত্রী
ভারত থেকে হিলি চেকপোস্ট হয়ে বাংলাদেশে ঢোকার সময় শূন্যরেখা অতিক্রমকালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রয়েল (৪২) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।
রয়েল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার তাছির উদ্দিনের ছেলে। তিনি ভ্রমণ ভিসায় ২৮ অক্টোবর হিলি চেকপোস্ট দিয়ে ভারতে গিয়েছিলেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী রয়েল ২৮ অক্টোবর ভারতে যান। আজ সকাল ১০টায় বাংলাদেশে প্রবেশের সময় ভারতের ইমিগ্রেশন সম্পন্ন করে শূন্যরেখা অতিক্রমকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা তাঁর এক বন্ধু দ্রুত তাঁকে উদ্ধার করে হিলির বাংলাদেশ ইমিগ্রেশনে নিয়ে আসেন। সেখানে ইমিগ্রেশনের কাজ শেষ করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দাস বলেন, সকাল সোয়া ১০টার দিকে রয়েল নামের এক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির তাঁকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।