নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যাপ্রতীকী ছবি

পূর্ববিরোধের জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম ইসমাইল হোসেন (২২)। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের হাজী ইসমাইল মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মাদক মামলার আসামি ইসমাইল সপ্তাহখানেক আগে কারাগার থেকে জামিনে বের হয়েছিলেন। তিনি চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুর এলাকার জয়নাল আবদিনের ছেলে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা-পুলিশ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে কী কারণে ওই তরুণকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকালের দিকে ইসমাইল পূর্ব একলাশপুর গ্রামের ইসমাইল মিস্ত্রির বাড়িতে বন্ধু আরিফ ও সৌরভের কাছে যান। সেখানে বাড়ির পাকা ভবনের ছাদে ক্যারম খেলছিলেন তাঁরা। এ সময় আরিফ ও সৌরভের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এ সময় কেউ ধারালো অস্ত্র দিয়ে ইসমাইলের ঘাড়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে আরিফ ও সৌরভ পলাতক।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহিম। তিনি প্রথম আলোকে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, পূর্ববিরোধের জের ধরে ইসমাইল হোসেন নামের এক তরুণকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।