ফেনীতে গণপদযাত্রা, সেনানিবাস স্থাপনের দাবি

ফেনীতে গণপদযাত্রা করেছে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটি’ নামে একটি সংগঠনছবি: প্রথম আলো

ভারতীয় গণমাধ্যমে ফেনী দখলের হুমকির প্রতিবাদে ব্যবস্থা গ্রহণের দাবিতে গণপদযাত্রা করেছে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটি’ নামে একটি সংগঠন। এ সময় ফেনীতে অবিলম্বে সেনানিবাস স্থাপনের দাবি জানান উপস্থিত বক্তারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্যসরা উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সংগঠনের ব্যানারে পদযাত্রা শুরু করেন শতাধিক মানুষ। পদযাত্রাটি প্রায় দেড় কিলোমিটার অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতারা।

স্মারকলিপি প্রদান শেষে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন বলেন, ফেনী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। সম্প্রতি ভারতীয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল পাঁচ মিনিটে ফেনী দখল করার সংবাদ প্রচার করেছে। এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যও হুমকি। ফেনীর নিরাপত্তার জন্য অবিলম্বে একটি ক্যান্টনমেন্ট (সেননিবাস) স্থাপন করতে হবে।

স্মারকলিপি প্রদানের সময় কমিটির যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন খান, সদস্যসচিব মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও প্রকাশনা সম্পাদক আ ন ম আবদুর রহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।